Monday, January 28

কানাইঘাট মাদরাসার ফুযালা সমাবেশ ২ ফেব্রুয়ারি

কানাইঘাট নিউজ ডেস্ক :

শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) এর পূণ্যস্মৃতি বিজড়িত জামেয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার ‍"আল মুশাহিদ ফুযালা কমিটি'র উদ্যোগে নতুন/পুরাতন সকল ফাযিলগণের সমন্বয়ে আগামী ২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় জামেয়া মিলনায়তনে এক বিশাল আবনা ও ফুযালা সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে দারুল উলূম জামেয়ার সকল ফুযালাগণকে যথাসময়ে উপস্থিত হয়ে মাদ্রাসার উন্নতি অগ্রগতির লক্ষ্যে সুপরামর্শ প্রদান করার আহ্বান জানানো হয়েছে। 

এদিকে আল মুশাহিদ ফুযালা কমিটির মুহতারাম সভাপতি, জামেয়ার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী এবং ফুযালা কমিটির মুহতারাম সাধারণ সম্পাদক, জামেয়ার নাইবে মুহতামিম আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী আবনা ও ফুযালা সমাবেশকে সর্বাত্মক সফল ও স্বার্থক করে তোলার জন্য জামেয়ার সকল ফুযালাগণের প্রতি আহবান জানিয়েছেন।

কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/ ২৮ জানুয়ারি ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়