কানাইঘাট নিউজ ডেস্ক:
বলিউড অভিনেত্রী কাজল মাত্র ৫০০ টাকা দামের পোশাকও অবলীলায় পরেন বলে জানিয়েছেন তারই স্বামী বলিউড অভিনেতা অজয় দেবগন। চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের বিখ্যাত শো 'কফি উইথ করণ' এর রোববারের পর্বে এ কথা বলেন অজয়। অজয়-কাজল দম্পতি ছিলেন ওইদিনের অতিথি।
অনুষ্ঠানের এক ফাঁকে অজয় দেবগন মজা করে বলেন, কাজলকে আমি হাড়কিপটে বলে ডাকি, কাজলকে দামি উপহার দিতে চাইলে সে আমাকে দমিয়ে দেয়। এরপর অজয় বলেন, কোনো কোনো সময় মাত্র ৫০০ টাকা দামের পোশাকও পরে কাজল। এছাড়া সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করার কাজল তিন ঘণ্টা ধরে এডিট (সম্পাদনা) করে!
অজয় জানান, সেলফি নিয়ে রীতিমতো যুদ্ধ বাধে এ দম্পতির। কাজলের নাকি সেলফি তোলার নেশা আছে এবং তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে চান সবসময়। অজয় বলেন, কাজল ও তাদের ১৫ বছরের কন্যা নিশা একটি ছবি পোস্ট করার আগে মাঝেমাঝে তিন ঘণ্টা ধরে সম্পাদনা করেন।
কাজল আর করণ জোহর বাল্যকালের বন্ধু। দুই বছর পর করণের শোতে কাজল ও অজয় একসঙ্গে কফি খেলেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়