Thursday, December 20

দৈনিক মানবজমিনের কানাইঘাট প্রতিনিধি বাবুল আহমদ আর নেই

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য দৈনিক মানবজমিন পত্রিকার কানাইঘাট উপজেলা প্রতিনিধি মোঃ বাবুল আহমদ চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সিওমেক হাসপাতালে শেষ নিঃশ্যাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের মৃত বশির আহমদের পুত্র সাংবাদিক বাবুল আহমদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস,হার্ড ও কিডনী   জনিত রোগে ভুগছিলেন। তার শারিরিক স্বাস্থ্যের অবনতি ঘটলে গত বুধবার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তার স্বজন ও প্রেসক্লাব নেতৃবৃন্দ ডাক্তারদের পরামর্শে সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় তাকে হাসপাতালে দেখতে যান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, রাজনীতিবিদ  আব্দুর রহিম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল সহ নানা শ্রেণি পেশার মানুষ। বাবুল আহমদের মুত্যুর সংবাদ জানার পর তাৎক্ষনিক দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান ও ক্লাবের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। কানাইঘাটের পরিচিত মুখ সাংবাদিক বাবুল আহমদ উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক ছিলেন। কানাইঘাটের সাবেক সংবাদ পত্রের এজেন্ট বাবুল আহমদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। তিনি তার কর্মজীবনে দৈনিক আজকের কাগজ ও সিলেট থেকে প্রকাশিত দৈনিক মানচিত্র পত্রিকার কানাইঘাট উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। সাংবাদিক বাবুল আহমদ কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এদিকে সাংবাদিক বাবুল আহমদের মৃত্যুর সংবাদে কানাইঘাটের কর্মরত সাংবাদিক সহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক বাবুল আহমদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, সাপ্তাহিক সিলেট আওয়াজ পত্রিকার উপদেষ্টা কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি দেলওয়ার হোসেন সেলিম,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল, এনামুল হক, মোঃ এখলাছুর রহমান, বর্তমান সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, সহ-সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মোঃ আব্দুন নুর, কোষাধক্ষ্য মিছবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সিনিয়র সদস্য এড. ময়নুল হক বুলবুল, কুহিনুর চৌধুরী, কাওছার আহমদ, আলা উদ্দিন, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, জসিম উদ্দিন, মুমিন রশীদ,তাওহীদুল ইসলাম, ওলিউর রহমান নাছিম  সহ কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/২০ ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়