Wednesday, November 7

কানাইঘাটে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশের নতুন করে গ্রেপ্তারের অভিযানের ফলে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বাড়ী-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত কয়েক দিন ধরে পুলিশ অভিযান চালিয়ে অন্তত বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করে থানায় দায়েরকৃত নাশকতা মূলক ও বিষ্ফোরক মামলার আসামী দেখিয়ে এসব নেতাকর্মীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করছে বলে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিরোধী জোটের নেতাকর্মীদের বাড়ীতে হানা দিয়ে বিএনপি কর্মী চতুল বাজারের ব্যবসায়ী হারাতৈল বেতু গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মনির উদ্দিন (৫০) তিনচটি গ্রামের মকবুল হোসেনের পুত্র বিএনপি কর্মী ফখরুল ইসলাম (৪৫) ও বানীগ্রামের শফিকুল হকের পুত্র জামায়াত নেতা বশির আহমদ (৩৫) জুলাই মাঝরটি গ্রামের মৃত হাজী সোনা মিয়ার পুত্র জামায়াত কর্মী সামছুদ্দীন (৩৬) কে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করেছে। থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, নাশকতা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে বিএনপি-জামাতের ৪ নেতাকর্মী কে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার পুলিশ জামায়াত নেতা আজির উদ্দিন ও সম্প্রতি পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শরীফুল হক সহ আরো কয়েকজন নেতাকর্মী কে গ্রেপ্তার করে। উপজেলা বিএনপির সভাপতি সিলেট ৫ আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশি মামুনুর রশিদ মামুন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কানাইঘাটে একছেটিয়া পুলিশ প্রটকলে আওয়ামীলীগ ও জাপার মনোনয়ন প্রত্যাশি সহ নেতাকর্মীরা প্রতিদিন সভা সমাবেশ করে যাচ্ছেন। অপর দিকে পুলিশের বাধায় বিএনপি ও জামায়াত সহ বিরোধী জোটের নেতাকর্মীরা কোন ধরনের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রচারনা চালাতে পারছেন না। পুলিশ প্রতিদিন নেতাকর্মীদের বাড়ীতে হানা দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং নিরীহ নেতাকর্মী ও সাধারন লোকজনদের গ্রেপ্তার করে থানায় দায়েরকৃত কয়েকটি গায়েবি মামলার আসামী দেখিয়ে জেল হাজতে প্রেরন করছে। গ্রেপ্তার ও নির্যাতনের ভয়ে নেতাকর্মীরা বাড়ী ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। কোন ধরনের নির্বাচনী প্রচারনা তারা চালাতে পারছেন না তারা।

কানাইঘাট নিউজ ডটকম/০৭ নভেম্বর ২০১৮


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়