Tuesday, November 27

সিলেট-৫ আসনে মহাজোটের প্রার্থী কে হচ্ছেন?

কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সেলিম উদ্দিন। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি এমপি নির্বাচিত হন। সেসময় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মাসুক উদ্দিন আহমদ দলের সিদ্ধান্তে সরে দাড়ানোয় মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন সেলিম উদ্দিন। কিন্তু এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে মহাজোটের প্রার্থী নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ আসনে এবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আসনের সাবেক সংসদ সদস্য ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এবং জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ সেলিম উদ্দিন। একই আসনে মহাজোটের প্রধান দুই দল দু’জনকে মনোনয়ন দেওয়ায় কে মহাজোটের আসল প্রার্থী এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জাতীয় পার্টির নেতারা বলছেন এবারো সিলেট-৫ আসনে মহাজোটের প্রার্থী হবেন সেলিম উদ্দিন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন মহাজোট থেকেই মনোনিত হয়েছেন হাফিজ মজুমদার। এদিকে সরিকদের ৭০টির মত আসন ছেড়ে দিয়ে ২৩০ আসনে দলের মনোনিত প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। সিলেট-৫ আসনে সে চিঠি পেয়েছেন হাফিজ মজুমদার। রবিবার সকাল থেকে দলের মনোনয়ন দেওয়া হলেও সন্ধ্যায় মনোনয়নের ব্যপারে নিশ্চিত হন মজুমদার। আর মহাজোট থেকে পাওয়া ৪৫টি আসনের মধ্যে সিলেটের দুটি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। এর মধ্যে সিলেট-৫ আসনে মনোনয়নপত্র পেয়েছেন সেলিম উদ্দিন। সোমবার তিনিও দলের মনোনয়নের চিঠি পেয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন। এবার দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে সিলেট-৫ আসনে মহাজোটের মনোনয়ন।

সূত্র: সিলেট ভিউ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়