গত ১ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট জেলা কমিটির অাহবায়ক মাছুম অাহমদ এবং যুগ্ন-অাহবায়ক সুলতান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কাওছার আহমদকে অাহবায়ক ও এনাম উদ্দিন,কাদির আহমদ,অাবুল হাসনাত রুহেল,মো: শহিদুল্লাহ,তাজ উদ্দিন,নাহিদ আহমদ তারিম,জহির উদ্দিন,বাহার উদ্দিন,অাশিক উদ্দিন এবং মাহবুবু আহমদকে যুগ্ম-অাহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কানাইঘাট পৌর শাখার অাহবায়ক কমিটির অনুমোদন করা হয়।
কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/০৫ নভেম্বর ২০১৮
কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/০৫ নভেম্বর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়