Friday, November 9

মঙ্গলে ধরা পড়ল রহস্যময় বস্তু!

কানাইঘাট নিউজ ডেস্ক:
মঙ্গলগ্রহে ধরা পড়েছে অদ্ভুত এক রহস্যময় বস্তু। সেই বস্তুতে দেখা মিলেছে উজ্জ্বল আলো। সম্প্রতি নাসার মঙ্গলযানে একটি অদ্ভুত উজ্জ্বল আলো ধরা পড়েছে। যা নিয়ে শুরু হয়েছে কন্সপিরেসি থিয়োরিস্টদের নতুন জল্পনা। সেই আলো যেভাবে একই জায়গায় স্থির হয়ে রয়েছে, তাতে ক্যামেরার কোন ভুল বা দাগ বলে মনে হচ্ছে না।
এটি কোন প্রাণের সন্ধান দিতে পারে বলেই তাদের দাবি। কিন্তু নাসা এনিয়ে বেশি খোঁজ নিল না কেন? আসলে রোভারকে কাছে নিয়ে গেলে তার ক্ষতি হতে পারত বলেই নাসা এটি নিয়ে আর এগোয়নি বলে কন্সপিরেসি থিয়োরিস্টদের দাবি।
একটি জনপ্রিয় ইউএফও ব্লগে দাবি করা হয়েছে, নাসা এই অদ্ভুত আলোর দিকে তাদের মঙ্গলযান রোভারকে নিয়ে যায়নি। কারণ তাতে রোভার খারাপ হয়ে যেতে পারত। মঙ্গলের চারদিকে ঘুরতে ঘুরতে রোভার তিনটি ছবি তুলেছে। তিন বার যে ছবিটি উঠেছে তা কোন রেডিয়েশন বা কিছুর রিফ্লেকশন হতে পারে না বলেই এই ব্লগটিতে দাবি করা হয়েছে।

সূত্র: এবেলা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়