Saturday, November 10

কানাইঘাটে জাপায় যোগদানকৃত ব্যবসায়ী জালালকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী জালাল উদ্দিন জাতীয় পার্টিতে যোগদান করায় এক সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠান শনিবার বিকেল ৩টায় স্থানীয় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর জাপার উদ্যোগে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যোগদানকৃত জাপা নেতা হাজী জালাল উদ্দিন । জেলা জাপা নেতা বিশিষ্ট ব্যবসায়ী গুলজার আহমদ সিরাজীর সভাপতিত্বে ও উপজেলা জাপার সদস্য সচিব শামীম উদ্দিনের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাপার যুগ্ম-আহ্বায়ক আবু হাসান ভূইয়া এনাম, পৌর জাপার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কাজল, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ২নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, ৩নং দিঘীরপার ইউনিয়ন সাধারণ সম্পাদক সালেহ আহমদ ৪নং সাতবাঁক ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন, ৫নং বড়চতুল ইউনিয়ন সভাপতি হারুন আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল আম্বিয়া, ৬নং সদর ইউনিয়ন সভাপতি ইমাম উদ্দিন, ৭নং বানীগ্রাম ইউপির সভাপতি হাসান আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন সভাপতি হাজির আলী, জাপা নেতা জসিম উদ্দিন, জামিল আহমদ, তাজুল ইসলাম, বশির আহমদ, এনাম উদ্দিন, জুয়েল আহমদ, সুলতান আহমদ, সাহাব উদ্দিন, আব্দুস সামাদ, এখলাছ উদ্দিন, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আলমাছ উদ্দিন, পৌর যুব সংহতির সভাপতি জুবেল আমিন, স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি কামরুজ্জামান বাহার, ওয়াহিদুল আক্তার প্রমুখ। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে তৃণমূল পর্যায়ে জাপা ও সহযোগি সংগঠনের কার্যক্রম শক্তিশালী করে সিলেট-৫ আসন কে এরশাদ কে উপহার দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়ার  আহ্বান জানানো হয়। সেই সাথে সভায় সিলেট ৫ আসনে কেন্দ্রীয় জাপার সদস্য ও সিলেট জেলা জাপার যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন খালেদ কে মনোনয়ন দেওয়ার জন্য পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের প্রতি আহ্বান জানান দলের নেতাকর্মীরা। 

কানাইঘাট নিউজ ডটকম/১০ নভেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়