কানাইঘাট নিউজ ডেস্ক:
পাল্টে গেল জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। এখন থেকে আগামী ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের পরিবর্তে উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।
তিনি বলেন, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে আগামী ১২ ডিসেম্বর উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।
প্রসঙ্গত, ২০১৭ সালে দেশে প্রথমবারের মতো উদযাপিত হয় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়