Thursday, September 27

কানাইঘাটে রূপালী ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক লিমিটেড কানাইঘাট শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেল ৩টায় শাখা কার্যালয়ে ২০ জন সুবিধা ভোগীদের মধ্যে ঋণ বিরতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাক মোঃ মাইন উদ্দিন। শাখা ব্যবস্থাপক সালেহ আহমদের সভাপতিত্বে ও লুৎফুর রহমানের পরিচালনায় উক্ত কৃষি ও পল্লী ঋণ বিতরন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিলেট জোনের জোনাল হেড ডিজিএম নুমান মিয়া, বিভাগীয় কার্যালয়ের ডিজিএম হেমন্ত কুমার দাস। বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর তাজ উদ্দিন, কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, ব্যাংকের কানাইঘাট শাখার কর্মকর্তা রেজওয়ানুল আজিজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাইন উদ্দিন বলেন দেশের দরিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে রূপালী ব্যাংকের নানামুখী ব্যাংকিং কার্যক্রম দেশবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কোন ধরনের হয়রানী ও দূর্নীতি ছাড়াই ব্যাংকের সকল শাখা থেকে নানা শ্রেণী পেশার মানুষ ঋণ সুবিধা নিতে পারেন। এ ক্ষেত্রে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক চাষীদের আমরা অগ্রাধিকার দিচ্ছি। সরকারের ভিশন বাস্তবায়নে রূপালী ব্যাংক সব সময় মানুষের পাশে থাকবে।

কানাইঘাট নিউজ ডটকম/২৭সেপ্টেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়