চতুল-গাছবাড়ী হাওর রাস্তা দ্রুত বাস্তবায়ন, নদী ভাঙ্গন প্রতিরোধ সহ অবকাঠামো উন্নয়নে তিনি ইতিমধ্যে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করেছেন বলে জানান। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, জবাবদিহিতার মাধ্যমে কানাইঘাটের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। সরকারের সব ধরনের সেবা তাৎক্ষণিক যাতে করে মানুষ পান এ জন্য তিনি কাজ করে যাচ্ছেন এক্ষেত্রে সবাই তাকে সহযোগিতা করছেন। সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, সাবেক ছাত্রনেতা এম তাজিম উদ্দিন, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকীম শামীম, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম আখতার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আহমদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ড. আহমদ আল কবির অসুস্থ সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধান কে তার নিজ বাড়ি নিজ চাউরা গ্রামে দেখতে যান। তিনি তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জমির উদ্দিন প্রধান কে চিকিৎসার জন্য ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি আহমদ আল কবির কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৭সেপ্টেম্বর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়