Monday, September 10

কানাইঘাটে প্রথম নারী মৎস্য কর্মকর্তা হিসেবে ফারজানা আক্তারের যোগদান

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার নারী নির্বাহী কর্মকর্তার পর প্রথম নারী মৎস্য কর্মকর্তা হিসেবে উপজেলা মৎস্য অফিসে যোগদান করেছেন ফারজানা আক্তার। গত ৩ সেপ্টেম্বর নারী মৎস্য কর্মকর্তা হিসেবে তিনি কানাইঘাটে যোগদান করেন। ফারজান আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাট্টা গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো.ফজজুল হক খান ও সরকারি কর্মকর্তা ফেরদৌসী বেগম দম্পত্তির একমাত্র মেয়ে । তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ থেকে ফিশারীজ বিভাগ থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স পাস করেন। তিনি ৩৬তম বিসিএস ব্যাচের একজন মৎস্য কর্মকর্তা । কানাইঘাটের মৎস্য সেক্টরকে ঢেলে সাজাতে প্রথম নারী মৎস্য কর্মকর্তা হিসেবে ফারজানা আক্তার দায়িত্ব পালনে সকল মহল এবং স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। 

কানাইঘাট নিউজ ডটকম/১০সেপ্টেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক