Monday, September 17

সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের মৃত্যুতে পলাশ সহ নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক সাংসদ  বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ সহ কানাইঘাট পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় আওয়ামী লীগ নেতা রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য কানাইঘাট সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, পৌর আওয়ামী লীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন বলেন, শাহ আজিজুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন বিশ্বস্থ সহচর ছিলেন। তিনি সিলেটে আওয়ামী লীগ কে সুসংগঠিত করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে ছিলেন। জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি গণমানুষের নেতা হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে সিলেটবাসী তাদের একজন কৃতি সন্তান ও আওয়ামী লীগ পরিবার একজন অভিভাবক কে হারিয়েছে। যা সহজে পূরণ হওয়ার মতো নয়। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

 কানাইঘাট নিউজ ডটকম/১৭সেপ্টেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক