Thursday, September 27

বাংলাদেশের কাছে হেরে একেবারে ভালো লাগছে না: সরফরাজ

কানাইঘাট নিউজ ডেস্ক:

অনেক ক্রিকেট বিশ্লেষক এবারের এশিয়া কাপে ফেবারিট হিসেবে পাকিস্তানের নাম বলেছিলেন। অথচ ফল হয়েছে তার উল্টো। ফাইনালেই উঠতে পারেনি পাকিস্তান। বুধবার আবুধাবিতে বাংলাদেশের কাছে ৩৭ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় সরফরাজদের।

টুর্নামেন্টে এভাবে বাংলাদেশের কাছে হেরে পাকিস্তান অধিনায়কের মনটা খুব খারাপ। তিনি বললেন, একেবারে ভালো লাগছে না। পারফরম্যান্স ভালো ছিল না। অধিনায়ক হিসেবে আমি নিজেই ভালো করতে পারিনি। দল হিসেবে ভালো করিনি। আমি সামনে থেকে নেতৃত্ব দিতে পারিনি।

ভালো করেননি বলে দল হেরেছে। আর দল হেরেছে বলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাদের এমন দশা হলো কীভাবে, সেটিও ব্যাখ্যা করে সরফরাজ বললেন, আমরা ভালো ফিল্ডিং করেনি, ব্যাটিং-বিপর্যয় হয়েছে। দল হিসেবে কোনো বিভাগেই ভালো করিনি। ফখর আমাদের মূল খেলোয়াড় ছিল। শাদাব-নওয়াজের ভালো সুযোগ ছিল। ভালো দলের বিপক্ষে জিততে হলে আমাদের ভালো খেলা দরকার। ব্যাটিং-বিপর্যয় আমাদের অনেক ভুগিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়