Monday, September 24

কানাইঘাটে মীনা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পর্যায়ে মীনা দিবস-২০১৮ উপলক্ষে কানাইঘাট উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা,ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব সহ শিক্ষা অফিসের কর্মকর্তা। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলাতান র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন,শিশুদের মানবিক শিক্ষা ও চিন্তা,চেতনার মাধ্যমে বড় করতে পারলে তাঁরা আগামী দিনের আলোকিত মানুষে পরিণত হবে। মীনা দিবসের তাৎপর্য হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে সকল কোমলমতি শিশু স্কুলে যায়,তাঁদের সার্বিক মেধার বিকাশ,পর্যাপ্ত বিনোদনের মাধ্যমে তাদেরকে উৎফুল্ল করা এবং ছোট থেকে তাদেরকে আচার-আচরণ ও স্বাস্থ্য সহ সকল ভালো কাজের মাধ্যমে সম্পৃক্ত করে সে ভাবে গড়ে তোলাই হচ্ছে মিনা দিবসের আলোচ্য বিষয়। 


কানাইঘাট নিউজ ডটকম/২৪সেপ্টেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক