Wednesday, September 19

আজব মুখভঙ্গি দীপিকার (ভিডিও)

ডেস্ক : সকলেই বিভিন্ন রকম ব্যায়াম, যোগের মাধ্যমে শরীরের অতিরিক্ত মেদ কমানোর চেষ্টায় থাকেন। তবে শুধু শরীরেই নয়, মুখেও জমতে পারে চর্বি। সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সকলকে মুখের যোগ ব্যায়াম কীভাবে করা যায়, সেই শিক্ষা দিয়েছেন। বিভিন্ন ধরনের মুখভঙ্গীর মাধ্যমে কীভাবে চর্বি কমানো যায় সেই শিক্ষাই দিয়েছেন দীপিকা। মুখের চোয়াল ভারী হয়ে যাওয়ায় অনেক সময়ই বয়সের ছাপ পড়ে যায়। অনেকেরই মুখের চিবুকে চর্বির কারণে ভাঁজ পড়ে যেকারণে অত্যন্ত খারাপ দেখতে লাগে। তাই শরীরের অতিরিক্ত চর্বি কমানোর সঙ্গে সঙ্গে মুখের চর্বি কমানোটাও অত্যন্ত জরুরী। তবে শরীরের বিভিন্ন অংশের চর্বি কমানোর ব্যায়াম অনেকেরই জানা, তবে মুখের চর্বি কীভাবে কমানো যায় তা হয়তও অনেকেই জানেন না। সম্প্রতি 'এলি' ম্যাগাজিনের বিউটি চ্যালেঞ্জে যোগ দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। আর সেই চ্যালেঞ্জেরই তৃতীয় অংশ হিসাবে এধরনের নানান মুখের যোগা শিখিয়েছেন দীপ্পি। তবে শুধু মুখের যোগই নয়। বিভিন্ন জনের মুখের নানান রকম মেকআপ, হেয়ারস্টাইলও নিজের হাতে করে দেন দীপিকা। প্রসঙ্গত, আগামী ২০ নভেম্বর ইতালির লেক কোমোও রণবীর সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন দীপিকা পাড়ুকোন। এর মাঝে দীপিকা কোনও ফিল্মের শ্যুটিং করছেন না ঠিকই তবে ELLE ম্যাগজিনের হয়ে একটি ফটোশ্যুট করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক