Wednesday, August 15

কানাইঘাটে শোকাবহ পরিবেশে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদককানাইঘাটে শোকাবহ পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আওয়ামী লীগ সহযোগি সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী শোকর‌্যালি  বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকপাত করে আলোচনা সভার আয়োজন করে। শোক দিবস উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ পরবর্তী শোকর‌্যালি  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সহকারি কমিশনার(ভূমি) লুসিকান্ত হাজং এর পরিচালনায় উপজেলা সভা কক্ষে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন কর্মের স্মৃতিচারণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে শোককে শক্তিতে পরিণত করে সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর

আদর্শকে লালন করে দেশকে এগিয়ে নিতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান,সিনিয়র যুগ্ন-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আহাদ,পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক ফখর উদ্দিন শামীম,কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হুসেন,জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক,ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আহমদ,পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হারিছ প্রমূখ। শোক সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আওয়ামী লীগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাদ যোহর ১৫আগস্টের কাল রাত্রিতে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের আত্নার মাগফিরাত কামনা করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এছাড়া শোক দিবস উপলক্ষে পৃথক ভাবে উপজেলা আওয়ামী লীগ সহযোগি সংগঠনসহ পেশাজীবি,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শোকর‌্যালি  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কানাইঘাট নিউজ ডটকম/১৮আগস্ট২০১৮ ইং


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়