Wednesday, August 15

কানাইঘাট দলিল লেখক সমিতির উদ্যোগে শোক দিবস পালন



নিজস্ব প্রতিবেদক: ৪৩তম জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কানাইঘাট উপজেলা দলিল লেখক সমিতি এবং সাব-রেজিষ্টার অফিসের যৌথ উদ্যোগে শোকর‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় দলিল লেখক ও সাব-রেজিষ্টার অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে উপজেলা সদরে শোকর‌্যালি বের হয়। র‌্যালি পরবর্তী দুপুর ১২টায় সাব-রেজিষ্টার অফিস চত্বরে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করে শোক সভা অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতির সভাপতি
আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দলিল লেখক সামছ উদ্দিন,নকল নবীশ সমর চক্রবর্তী,অফিস সহকারী সমরন চৌধূরী। শোকসভার শুরুতে পবিত্র্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাইফুল আলম। শোকসভায় বঙ্গবন্ধুর জীবন আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে দল মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন,এখন থেকে দলিল লেখক সমিতির উদ্যোগে সকল জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। বাদ যোহর দলিল লেখক সমিতির উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধুসহ ১৫আগস্টের কাল রাত্রিতে নিহত সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কানাইঘাট নিউজ ডটকম/১৫আগস্ট ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়