Wednesday, August 15

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সকল কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে বিশেষ ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান, আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাত কামনা করে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও দুপুর সাড়ে ১২টায় ভারপ্রাপ্ত পঃপঃ কর্মকর্তা ডাঃ মো. আবুল হারিছের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক শোক সভার আয়োজন করা হয়। বাদ যোহর স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে মুসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়। 

 কানাইঘাট নিউজ ডটকম/১৫আগস্ট ২০১৮ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়