Wednesday, August 15

কানাইঘাট সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালিত

কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় কলেজের শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রকাশিত দেয়ালিকার উন্মোচন করেন অধ্যক্ষ মোঃ শামসুল আলম। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও
দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হলে প্রথমেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও সম্মান প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ লুকমান হোসেইন। উদযাপন কমিটির সচিব মোহাম্মদ ওলিউর রহমান তাঁর বক্তব্য উপস্থাপনের পর ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখে নাদিরা প্রধান রিয়া, মার্জিয়া বেগম, ইয়াহইয়া ডালিম, শাহেদ আহমদ, আশরাফ চৌধুরী, মারুফ আহমদ, সাদিক আহমদ, পলাশ, সালাম ও নাহিদ প্রমুখ। মূল
আলোচনায় অংশ নেন  অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, মোঃ ফরিদ আহমদ, মোঃ বিলাল উদ্দিন, মোঃ রহিম উদ্দিন, বীনা সরকার, বিষু রঞ্জন রায়, প্রণজিৎ কুমার পাল, রাখাল চন্দ্র বৈষ্ণব, তোফায়েল আহমদ ও শঙ্কর নারায়ণ চৌধুরী প্রমুখ। মোঃ ফয়সল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তাবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আত্মনিবেদিত হওয়ার উপর গুরুত্বারোপ করেন। কানাইঘাট কলেজ সম্প্রতি জাতীয়করণ হওয়ায় জাতির জনকের কন্যা  শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ মোঃ শামসুল আলম। অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। ২য় পর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ শামসুল আলম। 


কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/১৫আগস্ট ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়