Wednesday, August 15

শোক দিবসে কানাইঘাট বীরদল এন.এম একাডেমিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কানাইঘাট বীরদল এন.এম একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জার উল্লাহ'র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মামুন আহমদের পরিচালনায় উক্ত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সাংবাদিক সারোয়ার কবির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুহিবুল হক,তৌহিদ আহমদ,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রুমান আহমদ, আল আমিন চৌধুরী, আবসার আলম প্রমুখ।

x

 প্রধান অতিথি'র বক্তব্যে সারোয়ার কবির বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালী জাতির চেতনা। এই মহান নেতার জন্ম না হলে পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র স্থান পেতো না। বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী।বাংলাদেশ,বাঙালী যতদিন  থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। 

কানাইঘাট নিউজ ডটকম/১৫ আগস্ট ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক