Tuesday, August 7

কানাইঘাটে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: “অপ্রতিরোদ্ধ দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৮ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ফলদ ও বৃক্ষমেলার বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলাতানা। কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল হারিছের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন, বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর প্রমুখ। ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন শেষে ষ্টল পরিদর্শন করে নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, প্রতিটি বাড়ীর আঙ্গিনায় পুষ্টির চাহিদা মেটাতে ফলদ ও বৃক্ষ গাছের চারা রোপন করতে হবে। বনজ-ফলজ গাছের চারা রোপন করে অনেকে আর্থিক ভাবে সাবলম্বী হচ্ছেন। দেশকে সবুজ বনায়নে পরিণত করতে বেশি করে গাছের চারা লাগানোর উপর তিনি গুরুত্বারূপ করেন। ৩ দিনব্যাপী এ মেলায় বেশ কয়েকটি ষ্টল নানা প্রজাতির ফলজ-বনজ গাছের চারা নিয়া অংশগ্রহণ করে। অনেকে গাছের চারা কিনতে দেখা গেছে। মেলার সার্বিক তত্বাবধানে ছিলেন উপ-সহকারী কৃষি চিন্ময় কুমার চন্দ্র, ফয়সাল, কবির আহমদ, আলমীগর হোসেইন, আজাদ মিয়া, মিদুল পাল, আফসানা মনি প্রমুখ।

 কানাইঘাট নিউজ ডটকম/০৭আগস্ট ২০১৮ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়