Tuesday, August 7

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কানাইঘাটে র‌্যালি


নিজস্ব প্রতিবেদক: সড়কে নিরাপত্তা নিশ্চিতকল্পে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ মন্ত্রিসভায় উত্থাপন এবং  নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার(৭আগস্ট) কানাইঘাটের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা আনন্দ র‌্যালি করেছে। প্রজন্ম প্রতিভা ছাত্রকল্যাণ পরিষদ এর সার্বিক

সহযােগিতায় কানাইঘাট সরকারি কলেজ,কানাইঘাট মহিলা কলেজ,কানাইঘাট দূর্গাপুর স্কুল এন্ড কলেজ, কানাইঘাট পাবলিক হাই স্কুল থেকে শিক্ষক শিক্ষার্থীরা  এ আনন্দ র‌্যালি বের করে। মঙ্গলবার সকাল থেকে কানাইঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে র‌্যালিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার কবির। আনন্দ র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায়  সারোয়ার কবির  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ ও দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। বর্তমান
সময়ে সড়ক দুর্ঘটনা নিয়ে  সোশ্যাল মিডিয়ার কোন ধরেনর গুজবে কান না দেওয়ার আহবান জানান তিনি।  এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের র‌্যালিতে অংশ নেন কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দূর্গাপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির
সভাপতি  মুবশির আলী চাচাই,কানাইঘাট প্রজন্ম প্রতিভা
ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আসাদুজ্জামান, কানাইঘাট পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন,কানাইঘাট উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা সাহেদ আহমদ,ইয়াহইয়া ডালিম,আশরাফ চৌধূরী,আফজাল, কানাইঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এম.আফতাব উদ্দিন, সহ-সভাপতি মনির আহমদ,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম কামরান,আবছার আলম প্রমূখ।

কানাইঘাট নিউজ ডটকম/০৭ আগস্ট ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়