![]() |
ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারি সংলগ্ন ঝুকিপূর্ণ স্থান বাংলাটিলা থেকে মাটি খনন করে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা লুসিকান্ত হাজং। বাংলাটিলা থেকে মাটি খনন করে পাথর উত্তোলনের সংবাদ পেয়ে গত সোমবার দুপুরে লুসিকান্ত হাজং কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার ও ভূমি অফিসের সার্ভেয়ার শরীফ উদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি টিলার একটি অংশ থেকে মাটি খুড়ে পাথর উত্তোলণের চিত্র দেখতে পান কিন্তু ঘটনাস্থলে কাউকে না পেয়ে পাথর উত্তোলণের জায়গাটি সিলগালা করে দেন। এ সময় স্থানীয় লোকজন ভূমি কর্মকর্তাকে জানান বাংলাটিলা গ্রামের আইয়ুব আলীর পুত্র ফখরুল ইসলাম টিলার উপর থেকে পাথর উত্তোলণ করেছে। ফখরুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে ঝুকিপূর্ণ বাংলাটিলা থেকে পাথর উত্তোলণ করায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে লুসিকান্ত হাজং জানিয়েছেন। প্রসঙ্গত যে, বাংলাটিলা থেকে গত চলতি বছর শুকনো মৌসুমে মাটি খুড়ে পাথর উত্তোলন কালে টিলার একটি অংশ ধ্বসে পড়ে শিক্ষার্থী সহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এর পর থেকে বাংলাটিলা থেকে সব ধরনের পাথর উত্তোলন বন্ধ এবং টিলা এলাকাকে ঝুকিপূর্ণ স্থান উল্লেখ করে সেখানে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সতর্কীকরণ সাইনবোর্ড টাংগিয়ে দেওয়া হয়।
কানাইঘাট নিউজ ডটকম/০৭আগস্ট২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়