Wednesday, August 29

'ডি ভিলিয়ার্স কি দেখছেন রায়ান কিন্তু ড্র্যাগ শট মারতে পারে'

ডেস্ক : ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার ছিলেন ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় না নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন এ দুই ভাই। ইরফান পাঠান ভারতীয় দলের হয়ে ২০০৩ সাল থেকে ২৯টি টেস্ট, ১২০ ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বল হাতে শিকার করেন ৩০১টি উইকেট। ২০১২ সালের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। অন্যদিকে ইউসুফ পাঠান ২০০৮ সাল থেকে জাতীয় দলের হয়ে ৫৭টি ওয়ানডে এবং ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে এক হাজার ৪৬ রান করার পাশাপাশি ৪৬ উইকেট শিকার করেছেন। গত ৬ বছর জাতীয় দলের বাইরে রয়েছেন এ অলরাউন্ডার। ইউসুফ পাঠানের ছেলেও প্রস্তুত হচ্ছেন বাবার মতো মাঠ মাতাতে। আড়াই বছর বয়সেই অসাধারণ ব্যাটিং করছেন ইউসুফ পাঠানের শিশুপুত্র, যা দেখে মুগ্ধ চাচা ইরফান পাঠান। রায়ানের প্রতিভা তুলে ধরতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ইরফান পাঠান। তিনি চান এই ভিডিওটি যেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের নজরে আসে। ভিডিওটি পোস্ট করে ইরফান লেখেন, এবি ডিভিলিয়ার্স কি দেখছেন? রায়ান তার ব্যাটে কিন্তু ড্র্যাগ শট মারতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়