Wednesday, August 29

কানাইঘাটে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কানাইঘাট নিউজ ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, জোটের স্বার্থে শরীক দলকে ছাড় দিতে হবে। সিলেট-৫ আসন জমিয়তকে ছাড় দিতে হবে। ছাড় না দিলে বিকল্প সিদ্ধান্ত নেবে জমিয়ত। মঙ্গলবার (২৮ আগস্ট) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম, যুব ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আল্লামা উবায়দুল্লাহ ফারুক
জমিয়তের ইতিহাস তুলে ধরে বলেন, জমিয়ত প্রতিষ্ঠার ৯৯ বছর হলেও এর আন্দোলের সূচনা হয় ২০০ বছর আগে। জমিয়ত তার দীর্ঘ এই সময় কখনো কোন ভূল সিদ্ধান্তে উপনিত হয়নি। তাই বিশ দলে যোগ দিয়ে জমিয়ত সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আমরা বিশ দলে আছি বিশ দলে থাকবো। ব্যতিক্রম কিছু হলে ২০ দলকেও শিক্ষা দিতে ভূল করবনা। উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস আল্লামা শফিকুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপজেলা বিশ দলের সচিব মুফতি ইবাদুর রাহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ মুলক বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন,জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসিমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা আমির হুসাইন, সাধারণ সম্পাদক মাও. খালিদুর রাহমান, মহানগর যুব জমিয়তের সেক্রেটারী আব্দুল আহাদ আল আতিক, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক:হাঃ ফয়েজ উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপজেলা জমিয়তের সহ সেক্রেটারী মাওলানা শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রাহমান , উপজেলা যুব জমিয়তের সভাপতি কামাল উদ্দীন, সেক্রেটারী আব্দুশ শাকুর, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি: রিয়াজ উদ্দিন,সহ-সভাপতি:গিয়াস উদ্দীন, সহ-সভাপতি,কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদকঃ মাওঃ সালাহ উদ্দীন প্রমূখ। 

কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/২৯আগস্ট ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়