Wednesday, August 29

বলিউডের পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শাহরুখ

ডেস্ক : বলিউডে অতীতের তুলনায় এখন বেশি নারীকেন্দ্রীক সিনেমা নির্মাণ করছেন নির্মাতারা। সেগুলো বক্স অফিসে সাড়াও ফেলছে। কিন্তু পারিশ্রমিকের বেলায় এখনো অবহেলিত বলিউড অভিনেত্রীরা। অন্তত এমনটাই মনে করছেন তারা। পারিশ্রমিক বৈষম্য নিয়ে অনেকে প্রতিবাদও করছেন। অভিনেত্রীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে অনেক অভিনেতাও এ বৈষম্য দূর করার কথা বলছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তিনি বলেন, বলিউড পুরুষ নিয়ন্ত্রিত একটি ইন্ডাস্ট্রি। আপনি এটি এড়িয়ে যেতে অথবা অস্বীকার করতে পারবেন না। এর ব্যতিক্রম হতে পারলে আমি বরং খুশিই হবো। কোনো বৈষম্য থাকা উচিৎ নয়। পুরুষ ও নারী অভিনয়শিল্পীদের সমান পারিশ্রমিক দেয়া উচিৎ। কেন ভিন্ন পারিশ্রমিক দেয়া হয় আমি বুঝি না। শাহরুখ আরো বলেন, পুরুষ অথবা নারী কোনো অভিনয়শিল্পীরই পারফরম্যান্সের চেয়ে বেশি পারিশ্রমিক আশা করা উচিৎ নয়। যে কোনো ব্যক্তি তিনি পরিচালক হোক অথবা অভিনেতা তার এমন পারিশ্রমিক দাবি করা উচিৎ নয় যেটি সিনেমার খরচে বাধা সৃষ্টি করে এবং সেটি যেন সিনেমার প্রথম উইকেন্ডের আয়ের চেয়ে বেশি না হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়