Monday, May 14

কানাইঘাট দূর্গাপুর স্কুল এন্ড কলেজ অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কানাইঘাট দূর্গাপুর স্কুল এন্ড কলেজ শাখার অভিভাবক সদস্য পদের নির্বাচন সোমবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে কলেজ শাখার অভিভাবক পদে বিজয়ী হয়েছেন আলতাফ হোসেন ও বাবুল বিশ্বাস। স্কুল শাখার ম্যানেজিং কমিটির অভিভাবক পদে বিজয়ী হয়েছেন নূর আহমদ ও আল-নোমান
খসরু এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে বিজয়ী হয়েছেন দিলরুবা আক্তার। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। অভিভাবক সদস্য পদের নির্বাচনে স্কুল শাখায় ৮জন ও কলেজ শাখায় ৩জন প্রতিদ্বন্দীতা করেন।

 কানাইঘাট নিউজ ডট.কম/১৪মে ২০১৮ ই্ং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়