নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা আইন শৃংঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন শৃংঙ্খলা সংক্রান্ত ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম স্থিতিশীল রাখা সহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ দমনে ব্যাপক আলোচনা করা হয়। সভায় সম্প্রতি সময়ে কয়েকটি হত্যাকান্ডের ঘটনায় উদ্ধেগ প্রকাশ করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে জনমনে স্বস্থি ফিরিয়ে আনা সহ উপজেলার সার্বিক আইন শৃংঙ্খলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। সেই সাথে নাশকতামূলক কর্মকান্ড করে
কোন অপরাধীচক্র এলাকায় বিশৃংঙ্খলা সৃষ্টি করতে না পারে,এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা গোসাইনপুর গ্রামের জামে মসজিদে তারাবীর ইমাম রাখাকে কেন্দ্র করে গত শুক্রবার মোহাম্মদ আলী নিহতের ঘটনায় শোক প্রকাশ করে এ হত্যাকান্ডের জের ধরে গ্রামে যাতে করে প্রতিহিংসার স্বীকার হয়ে কোন নিরীহ মানুষ অযতা হয়রানীর স্বীকার না হন এ জন্য থানা পুলিশের প্রতি অনুরোধ জানান, এবং সম্প্রতি কানাইঘাট বাজারে কয়েকটি চুরির ঘটনায় বাজার এলাকায় রাতের বেলা পুলিশি টহল জোরদারের দাবী জানান। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, শুধুমাত্র প্রশাসনের মাধ্যমে আইন শৃংঙ্খলার উন্নয়ন করা সম্ভব নয় এ জন্য জনপ্রতিনিধি সমাজের গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক মহলের সর্বক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন। আইন শৃংঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত থেকে বিভিন্ন মতামত তোলে ধরে বক্তব্য রাখেন লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, বড় চতুল ইউপির চেয়ারম্যান মাও: আবুল হোসেন,উপজেলা বিট কর্মকর্তা শহীদুল হক,কানাইঘাট থানার এস.আই লিটন,সুরইঘাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার তাজুল ইসলাম,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,জাপা নেতা আলাউদ্দিন মামুন সহ আইন শৃংঙ্খলা কমিটির সদস্যরা।
এছাড়া একই দিনে উপজেলা যৌতুক নিরোধ,নারী ও শিশু নির্যাতন,নারী ও শিশু পাচার রোধ,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ ও এনজিও বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
কানাইঘাট নিউজ ডট.কম/১৪মে ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়