Monday, May 14

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ'র অভিষেক, সুহৃদ সমাবেশ ও নৈশভোজ অনুষ্ঠিত

কানাইঘাট নিউজ ডেস্ক: ইউনাইটেড স্টেটস অব আমেরিকার মিশিগান স্টেটে নবগঠিত ‍‍"কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ-এর নির্বাচিত প্রথম কার্যকরী পরিষদের অভিষেক এবং সুহৃদ সমাবেশ ও নৈশভোজ গত ৬ মে ২০১৮ রবিবার সন্ধ্যায় সমিতির প্রথম সভাপতি খাজা শাহাব আহমদের সভাপতিত্বে স্থানীয় ওয়ারেন সিটির বিসমিল্লাহ কাবাব এণ্ড কারি ক্যাফে রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক এবং সমগ্র উত্তর আমেরিকার মধ্যে প্রথম বাংলাদেশী হিসেবে নির্বাচিত হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিলম্যান  শাহাব আহমদ সুমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির সাবেক প্যানেল মেয়র  কামাল
রহমান, সাবেক কাউন্সিলম্যান  আবু মুসা, সাবেক কাউন্সিলম্যান  হাসান আহমদ ও সাবেক প্যানেল কাউন্সিলম্যান নায়ীম চৌধুরী। প্রথম পর্বে মাওলানা রিযওয়ানুল করিমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভের পর জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক  ইকমাম আহমদ শিব্বির ও অভিষেক প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক  আব্দুর রহমান। তারপর কার্যকরী পরিষদের পরিচিতি ও শপথ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান সমিতির বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা মায়েন উদ্দিন। এখানে সমিতির ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদকেও পরিচয় করিয়ে দেয়া হয়। মাগরিবের নামাজের পর দ্বিতীয় পর্বে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। উল্লেখ্যযোগ্য অন্যান্য বক্তাদের মধ্যে রয়েছেন মিশিগানস্থিত জালালাবাদ সমিতির সাবেক সাধারণ সম্পাদক  সদরুল চৌধুরী, সিলেট সদর সমিতির পক্ষে জনাব মুক্তা, বিয়ানিবাজার সমিতির পক্ষে  ইকবাল ফয়েজ স্বপন, বিয়ানিবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাধারণ সম্পাদক  মাস্টার জয়নাল আবেদিন,জকিগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক  মঞ্জুর আহমদ ও কর্মকর্তা জনাব কাজি এবাদ, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যাণ্ড-এর যুগ্ম সাধারণ
সম্পাদক  সিদ্দিকুর রহমান, গোলাপগঞ্জ সমিতির পক্ষে  কদর, আমেরিকান অটোমোবাইল ইণ্ডাস্ট্রিজের পক্ষে মোঃ মহসিন প্রমুখ। প্রবাসী বিভিন্ন সামাজিক সংস্থার বিপুল সংখ্যক কর্মকর্তা, সদস্য আর কানাইঘাটবাসীর উপস্থিতিতে এই অভিষেক অনুষ্ঠানটি বাংলা ভাষাভাষী কমিউনিটির এক মিলনমেলায় পরিণত হয়। সভাপতি  খাজা শাহাব আহমদের সমাপনী বক্তব্যের পর মাওলানা রিযওয়ানুল করিমের পরিচালনায় মুনাজাতের মাধ্যমে দ্বিতীয় পর্ব সমাপ্ত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক  শরীফ উদ্দিন আহমদ। সবশেষে তৃতীয় পর্বে আকর্ষণীয় নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

কানাইঘাট নিউজ ডট.কম/প্রেবি/১৪মে ২০১৮ ই্ং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়