নিজস্ব প্রতিবেদক: সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার বলেছেন- তথ্য ও প্রযুক্তির এ যুগে বিশ্বায়নের সাথে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। সেই সাথে আগামীদিনের আলোকিত মানুষ হতে হলে মনীষিদের লেখা জ্ঞাননির্ভর বই পড়তে হবে। শিক্ষক ও বাবা-মা’কে সম্মান করতে হবে, সু-শিক্ষা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন- কানাইঘাটের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে শিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার কুতুব উদ্দিন আহমদ শিকদার অনেক মহতি কাজ করে যাচ্ছেন। এলাকায় তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখছেন যাহা অত্যন্ত প্রশংসনীয়।
শনিবার (১৭ মার্চ) সকাল ১০টায় কানাইঘাট শিকদার ফাউন্ডেশন কলেজ মিলনায়তনে ফাউন্ডেশনের উদ্যেগে ২০১৮ সনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার কুতুব উদ্দিন আহমদ শিকদারের সভাপতিত্বে ও উক্ত কলেজের প্রভাষক রাসেল আহমদের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যেট আতিকুল হায়দার, সিলেট জেলা ও দায়রা সহকারী জজ জহিরুল আলম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহ জাহান সেলিম বুলবুল, শিকদার ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ আব্দুর রকীব চৌধুরী, ফাউন্ডেশনের সদস্য সচীব এ.কে.এম বদরুল আমিন হারুন, কানাইঘাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, গাছবাড়ী আইডিয়্যাল (ডিগ্রী) কলেজের প্রভাষক মিফতাহুল বর চৌধুরী, ঝিংগাবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, ঝিংগাবাড়ী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওঃ লুৎফুর রহমান সাবির, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক নুরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফাউন্ডেশন ২০১৮ সনের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান ও সার্টিফিকেট তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার কুতুব উদ্দিন শিকদার বলেন- আমার লালিত স্বপ্ন হচ্ছে একদিন কানাইঘাটের মেধাবী শিক্ষার্থীরা রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দিবেন। সেই সাথে কানাইঘাট শিক্ষা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে এ জন্য আমি আমার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেছি, মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। ফাউন্ডেশনের সকল কার্যক্রমে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়