Saturday, March 17

কানাইঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান ১২টায় শিশু সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, সাতবাক ইউ.পির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বড়চতুল ইউ.পির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সুধীজন। এছাড়া বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনভর বঙ্গবন্ধু'র জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়