Wednesday, March 14

কানাইঘাটে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তথ্য কমিশন ও কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ বিয়ষক এক জনঅবহিতকরন সভা বুধবার সকাল ১১টায় স্থানীয় ইউনিক কমিনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও এসিল্যান্ড লুসিকান্ত হাজং এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশন এর উপ-পরিচালক (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, থানার ওসি (তদন্ত) নুনুমিয়া, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। অবহিতকরন সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি বৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় মোঃ মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি নাগরিকের সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সহ যে কোন তথ্য জানার অধিকার রয়েছে। এ জন্য তথ্য অধিকার আইন করা হয়েছে। এ আইনের যথাযথ বাস্তবায়ন করা হলে দেশে সু-শাসন, নাগরিকের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র ও সমাজকে দূর্নীতি মুক্ত করা সম্ভব হবে। তিনি ২০২১সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে সরকারী দপ্তর, জনপ্রতিনিধি এবং তথ্য অধিকার আইনে যে সকল প্রতিষ্ঠান জবাবদিহিতার আওতায় রয়েছে তাদেরকে সবধরনের তথ্য নাগরিকদের চাহিবা মাত্র নিয়ম অনুযায়ী দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়