Tuesday, March 13

কানাইঘাট এসোসিয়েশন ইউকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট এসোসিয়েশন ইউকের আর্থিক অনুদানে আগামী ২এপ্রিল প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রকল্পের অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে সুধীজনদের নিয়ে এক প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেল ৪টায় ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়। কানাইঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার জারউল্লাহর সভাপতিত্বে প্রস্তুতি সভায় ২এপ্রিলের অনুষ্ঠান অত্যন্ত সু-শৃঙ্খল ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সংগঠনের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা খসরুজ্জামান ও সাধারণ সম্পাদক কমিউনিটি নেতা আজমল আলী তাদের বক্তব্যে বলেন কানাইঘাট এসোসিয়েশন ইউকে যুক্তরাজ্যে অবস্থানরত কানাইঘাটবাসীর একটি প্রাচীনতম সামাজিক ও সেবামূলক সংগঠন। এই সংগঠনের সাথে জড়িত প্রবাসীরা কানাইঘাটের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান, প্রতিষ্ঠান ভিত্তিক উন্নয়ন ও আর্থমানবতার সেবা সহ কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামী ২এপ্রিল ইউকের উদ্যোগে বৃহত্তর পরিসরে কানাইঘাটে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, সরকারি ও বেসরকারি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের এককালীন নগদ বৃত্তি প্রদান এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক কম্পিউটার বিতরণের পাশাপাশি হিফয বিভাগের শিক্ষার্থীদের অনুদান ও গুনীজনদের সম্মাননা স্মারক প্রদান এবং ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষা সহায়তা এ প্রকল্পের কল্যাণে ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপকৃত হবেন। কানাইঘাট ইউকের এ অনুষ্ঠান সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে অনুষ্ঠিত হবে। এতে দলমতের উর্ধ্বে উঠে সবাইকে সহযোগিতা করার জন্য সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি আহবান জানিয়েছেন। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যাপক হাবিব আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক, আব্দুস শাকুর হাবিব, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর, সমাজ সেবী তৌহিদুর রহমান, আনোয়ারুল হক, মুহিবুর রহমান, মাস্টার বশির আহমদ, মাওলানা জাকারিয়া, আবুল হারিছ, ছাত্রনেতা আহমদুল কবির মান্না, সামছুজ্জামান অপন, ইয়াহিয়া ডালিম, মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়