Monday, February 5

যে কারণে তোপের মুখে গেইল

image-67950.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক:
আরও একবার বিতর্কে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন গেইল। যেখানে তাঁর পরনে মুসলিম পোশাক। আর এখানেই তৈরি হয়েছে বিতর্ক।

কেউ কেউ এই ব্যাটসম্যানের এ ধরনের কাজের সমালোচনা করে বলেছেন, এ ধরনের কাজ গেইলের শোভা পায় না। কেউ আবার লিখেছেন, খ্রিষ্টান হয়ে মুসলিম পোশাক পরা গেইলের উচিত হয়নি।

অবশ্য বেশিরভাগ মানুষই গেইলকে সমর্থন করেছেন। তবে আর যাই হোক না কেন গেইল আছেন গেইলেই। আর তাই এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়