Wednesday, January 31

কানাইঘাটের প্রবীণ মুরব্বী রফিকুল হকের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট গাছবাড়ী আইডিয়্যাল কলেজ ও বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এলাকার বহু ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান দাতা বিশিষ্ট সমাজসেবী ও প্রবীণ মুরব্বী কানাইঘাট বাণীগ্রাম ইউপির বড়দেশ দক্ষিণ গ্রাম নিবাসী হাজী রফিকুল হক রফই হাজী (৯০) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ২টায় বড়দেশ আনসারুল উলূম মাদ্রাসা মাঠে তার জানাজার নামায অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের হাজারো মানুষ শরীক হন। জানাজার নামায শেষে হাজী রফিকুল হকের লাশ বড়দেশ বাজার গুরুস্থানে দাফন করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বার্ধক্য জনীত কারণে ৫ ছেলে ও ৬ মেয়ের জনক হাজী রফিকুল হক তাহার নিজ বাড়ীতে মারা যান। তিনি এক সময় বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। এদিকে শিক্ষানুরাগী, সমাজসেবী, প্রবীণ মুরব্বী হাজী রফিকুল হকের ইন্তেকালে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মহিউদ্দিন,ডাঃ মুজম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল হোসেন, গাছবাড়ী আইডিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, বড়দেশ হাই স্কুরের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়