Wednesday, January 31

কানাইঘাটে মুজম্মিল আলী ট্রাস্টের ১১তম বৃত্তি বিতরণ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ডাঃ মুজম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইকবাল হোসেন বলেছেন, কানাইঘাটের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা তৈরী এবং মেধাবী শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে পরিণত এবং এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থ-সামাজিক উন্নয়নে মুজম্মিল আলী স্ট্রাস্ট কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জীবনের লক্ষ্য, উদ্দেশ্যে পৌঁছতে হলে তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ইচ্ছা শক্তি থাকলেই তোমরা আগামীদিনের আলোকিত মানুষ হবে। কানাইঘাট ইউকে ও মুজম্মিল আলী ট্রাষ্টের কার্যক্রম তুলে ধরে তিনি আরো বলেন, এ দু’টি সংগঠনের মহৎ উদ্দেশ্য হচ্ছে কানাইঘাটকে এগিয়ে নেওয়া এবং সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো। আমরা যারা প্রবাসে আছি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইকবাল হোসাইন বুধবার সকাল ১১টায় কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুজম্মিল আলী ট্রাস্টের ১১তম বার্ষিক মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর উদ্দিনের সভাপতিত্বে ও ট্রাষ্টের সচিব, সমাজসেবী মখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতার প্রবাসী সমাজসেবী আলহাজ্ব রফিক উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ট্রাস্টের সহ সভাপতি খলিলুর রহমান, বড়দেশ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ আহমদ খান, রইছ উদ্দিন, সাবেক সদস্য আব্দুল মতিন। বক্তব্য রাখেন, বড়দেশ স্কুলের সহকারী শিক্ষক আখতার হোসেন আকন্দ, হাফিজ উদ্দিন, শহিদুল ইসলাম, সাহেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এককালীন বৃত্তি ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। সেই সাথে ট্রাষ্টের চেয়ারম্যান ইকবাল হোসেনের সুযোগ্য পিতা কানাইঘাটের কৃতি সন্তান প্রয়াত ডাঃ মুজম্মিল আলী, বড়দেশ হাই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য সমাজসেবী হাজী রফিকুল হক ও স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়