Monday, December 11

কানাইঘাটে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা আইন শৃঙ্খলা ও চোরা চালান প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার সকাল ১০টায় উপজেল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে আইন শৃঙ্খলার মাসিক সভায় কমিটির সদস্যরা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়ন, সব ধরনের সমাজবিরোধী কর্মকান্ড প্রতিরোধ, হাট বাজারে ব্যবসায়ী কমিটির মাধ্যমে বাজার এলাকায় চুরি সহ যে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ লোভাছড়া পাথর কোয়ারীতে পরিবেশ বিধ্বংসী যে কোন ধরনের তৎপরতা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয় আইন শৃঙ্খলা কমিটির সভায়। এছাড়া সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা আরো বাড়ানো, হাট বাজারে রাতের বেলা জনসাধারণের চলাচলের সময়সীমা বেঁধে দেওয়া এবং বিশেষ করে উপজেলা জুড়ে ভারতীয় তীরখেলা বন্ধে এবং এর সাথে জড়িত চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান কমিটির সদস্যরা। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর মেয়র নিজাম উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, কমিটির সদস্য জাপার আহবায়ক আলা উদ্দিন মামুন। সভায় কানাইঘাট থানার সেকেন্ড অফিসার এস.আই স্বপন চন্দ্র সরকার বিগত মাসের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, একটি হত্যা মামলা সহ ১৬টি মামলা দায়ের করা হয়েছিল বলে তিনি জানান। লোভাছড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মামুনুর রশিদ বলেন, পাথর কোয়ারী এলাকায় প্রশাসনের নজরদারি আরো বাড়াতে হবে। সীমান্ত এলাকার নিরাপত্তার স্বার্থে অবৈধ ভাবে যান্ত্রিক চালিত যন্ত্রপাতি দিয়ে কেউ যাতে করে পাথর উত্তোলন করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুরইঘাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুস সুবহান বলেন, সীমান্ত এলাকায় গভীর রাত পর্যন্ত এক শ্রেণির লোক ঘোরাফেরা করে। এতে কে ভালো কে খারাপ চেনা দায়। অনেকে বিজিবি কোথায় কি করছে খবর চোরাকারবারিদের পৌঁছে দেয়। তারপরও সীমান্ত এলাকার চোরাচালান কমেছে। বিজিবি কঠোর ভাবে দায়িথ্ব পালন করে যাচ্ছে। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, শুধুমাত্র প্রশাসন দিয়ে যে কোন খারাপ কাজ বন্ধ করা সম্ভব নয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় বেআইনী তৎপরতা প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়