Monday, December 25

কানাইঘাটে অাল অামীন ইসলামী সমাজকল্যাণ সংস্থার মহা-সম্মেলন ৩ ও ৪ জানুয়ারি


কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী ৩ ও ৪ জানুয়ারী কানাইঘাট আল-আমীন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার একযুগ পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে ২দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন। বীরদল এন.এম একাডেমি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উক্ত ইসলামী মহা সম্মেলনের সভাপতিত্ব করবেন কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী। ২দিন ব্যাপী এ মহা সম্মেলনে বয়ান পেশ করবেন দারুল উলুম দেওবন্দের শায়খে ছানি শায়খুল হাদীস আল্লাম কমরুদ্দীন সাহেব (ভারত),দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম এর নাইবে পরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী,দারুল উলুম কানাইঘাট এর নাইবে মুহতামিম আল্লামা আলীমুদ্দীন সাহেব দুর্লভপুরী, আল্লাম রশিদুর রাহমান ফারুক সাহেব বর্নভী,আল্লামা মুফতি দেলোওয়ার হোসাইন সাহেব ঢাকা,আল্লামা মুফতি আবুল হুসেইন সাহেব ভারত,মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী সাহেব সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। তেলাওয়াত করবেন বিশ্বজয়ী হাফিজে কুরআন আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহ আল মাহফুজ। এছাড়াও উপস্থিত থাকবেন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ । উক্ত মহা-সম্মেলনকে সফল করতে সকলের প্রতি আন্তরিক ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা হাফিজ এহসানে এলাহী। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়