Home » » কানাইঘাটে বিএনপি নেতা মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

কানাইঘাটে বিএনপি নেতা মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

Kanaighat News on Tuesday, December 26, 2017 | 10:42 PM


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য সালিশ ব্যক্তিত্ব মোহাম্মদ আলী (৬৯)’র জানাজার নামাজ মঙ্গলবার বিকেল ২টায় স্থানীয় বড়দেশ আনোয়ার উলূম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি অঙ্গসংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েক হাজার মানুষ শরীক হন। জানাজার নামাজের পূর্বে মোহাম্মদ আলীকে এলাকার একজন প্রবীণ মুরব্বী, সর্বজন শ্রদ্ধেয় সালিশ ব্যক্তিত্ব উল্লেখ করে সাবেক সাংসদ অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাহির চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, উপজেলা আ’লীগের সভাপতি লুৎফুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মাসুদ আহমদ, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শরিফুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসায় তাঁর সহযোগিতার কথা সবাই উল্লেখ করে বলেন, তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও দলমতের উর্ধ্বে ছিলেন। এলাকায় সামাজিক সালিশ বিচারে তিনি সব সময় অংশগ্রহণ করতেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন নিবেদিত প্রাণ, সমাজসেবীকে হারিয়েছে যা সহজে পূরণ হওয়ার মতো নয়। সবাই তার আত্মার মাগফেরাত কামনা করেন। জানাজা শেষে তাঁর লাশ নিজ গ্রামের বড়দেশ ওরমপুর মসজিদের গুরুস্থানে দাফন করা হয়।
Share this article :

Post a Comment

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

 
সম্পাদক মন্ডলীর সভাপতি: মো:মহিউদ্দিন,সম্পাদক : মাহবুবুর রশিদ,নির্বাহী সম্পাদক : নিজাম উদ্দিন। সম্পাদকীয় যোগাযোগ : শাপলা পয়েন্ট,কানাইঘাট পশ্চিম বাজার,কানাইঘাট,সিলেট।+৮৮ ০১৭২৭৬৬৭৭২০,+৮৮ ০১৯১২৭৬৪৭১৬ ই-মেইল :mahbuburrashid68@yahoo.com: সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত কানাইঘাট নিউজ ২০১৩