Thursday, December 21

কানাইঘাটে আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা ! ১ জন নিহত, পুলিশসহ আহত ৮


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউপির চরিপাড়া মাঝরডি গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এক ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করতে গিয়ে থানা পুলিশের উপর হামলার সময় পুলিশের ছুড়া গুলিতে হাবিবুর রহমান উরফে হরু হুনা নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা একজোট হয়ে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কানাইঘাট থানা পুলিশের উপর অতর্কিত হামলা চালালে এ সময় হাবিবুর রহমান উরফে হরু হুনা নামে যুবকের মৃত্যু হয় বলে স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। আসামীর পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের হামলায় পুলিশের ৪ সদস্য সহ অন্তত ৮জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পুলিশের এস.আই বশির আহমদ, এসআই আবু কাউসার, কনস্টবল আব্দুর রাজ্জাক, কনস্টবল পারভেজ আহমদকে উদ্ধার করে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এস.আই বশির আহমদের অবস্থা আশংকা জনক বলে পুলিশ সূত্রে জানা যায়। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বৃহস্পতিবার রাতে কানাইঘাট সার্কেলের এএসপি আমিনুল ইসলাম সরকার, কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ, ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত পুলিশের সদস্যদের উদ্ধার করেন। থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী চরিপাড়া গ্রামের মৃত আবু সিদ্দেকের পুত্র ডাকাত হাবিবুর রহমান উরফে হরু হুনা (৩২)কে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই বশির আহমদের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করতে রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ীতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত হাবিবুর রহমান ও তার ভাই ফয়জুর রহমান (৩৫), বিলাল আহমদ, চাচা জালাল উদ্দিন জয়াই ও তার ছেলে কামরুল ইসলাম ও পরিবারের মহিলা সদস্যরা একজোট হয়ে পুলিশের উপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এ সময় পুলিশ আত্ম রক্ষার্থে ফাঁকা গুলি ছুড়লে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হাবিবুর রহমান পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে হবিবুর রহমান উরফে হরু হুনা নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা লোকজন জানিয়েছেন। তবে থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, হবিবুর রহমান ডাকাতকে আহত অবস্থায় উদ্ধার করে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন জানান, পুলিশের হাতকড়া নিয়ে গুলিবিদ্ধ অবস্থায় হবিবুর রহমান উরফে হরু হুনার ভাই ফয়জুর রহমান পালিয়ে গেছে। তাদের পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কানাইঘাট সার্কেলের এএসপি আমিনুল ইসলাম সরকার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, একাধিক মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত ত্রাস সৃষ্টিকারী হবিবুর রহমান উরফে হরু হুনাকে পুলিশ গ্রেফতার করতে তার বাড়ীতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হানা দিলে পুলিশকে লক্ষ্য করে হবিবুর রহমান @ হরু হুনা গুলি ছুড়ে ও তার পরিবারের গোটা সদস্যরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় পুলিশের সাব ইন্সপেক্টর বশির আহমদ, আবু কাউসার সহ দু’জন কনস্টবল এবং পুলিশের একজন সোর্স রক্তাক্ত আহত হয়েছেন। তাদের মধ্যে এস.আই বশিরের অবস্থা আশংকা জনক এবং ডাকাতদের ছুড়া গুলি তার গায়ে রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ভাবে আহত করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান। নিহত হাবিবুর রহমান @ হরু হুনার স্বজনরা জানিয়েছেন পুলিশের গুলিতে সে ঘটনাস্থলে মারা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়