Saturday, October 28

কানাইঘাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত ( ভিডিও সহ )


নিজস্ব প্রতিবেদক: পুলিশই জনতা-জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-১৭ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সফলতা তুলে ধরে বিভিন্ন ধরনের প্লেকার্ড বহন করে বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র‌্যালীটি থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালী পরবর্তী থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়ার পরিচালনায় কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আ’লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, সিলেট শাবিপ্রবি সহকারী কলেজ পরিদর্শক সাবেক ছাত্রনেতা মোঃ তাজিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, সদর ইউপি আ’লীগের সভাপতি হোসেইন আহমদ, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক
খলিলুর রহমান, নারীনেত্রী খাদিজা বেগম সহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ও সূধীজনও বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই স্লোগানের মাধ্যমে পুলিশ জনগনের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে। পুলিশ প্রশাসনকে আইন শৃঙ্খলার উন্নয়ন সহ সর্বক্ষেত্রে সহযোগিতা করার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়েছিল। তা আজ সফলতার দিকে দিন দিন এগিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ পুলিশকে ভয় না করে কমিউনিটি পুলিশিং কার্যক্রম মাধ্যমে একেবারে পুলিশের কাছাকাছি এসে সমাজ থেকে অপরাধ নির্মুল এবং পুলিশকে নানা ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো জোরধার এবং সকল মতের সৎ ও নিবেদিত ব্যক্তিকে দিয়ে উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করলে এর সুফল দেশবাসী পাবেন এবং কমিটি কমিউনিটি পুলিশিং ডে’র উদ্দেশ্য ও লক্ষ্য পূরণ হবে। র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠানে সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন, থানার সাব ইন্সপেক্টর ও এএসআই পদমর্যাদার অফিসার ও পুলিশের সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়