Friday, October 27

কানাইঘাটে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকা উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কেক কেটে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট বাজারের একটি অভিযাত মিষ্টি ভান্ডারে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন রশিদের সভাপতিত্বে ও পৌর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমেদ কয়েছের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম। পৌর বিএনপির প্রচার সম্পাদক জালাল আহমদ জনী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এবাদুর রহমান লালই, পৌর যুবদলের সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা রাসেল আহমদ রানা, পৌর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ, কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম চৌধুরী, দক্ষিণবানীগ্রাম ইউপি যুবদল নেতা আজিজুর রহমান, যুবদল নেতা আসাদ, রুবেল, উপজেলা ছাত্রদল নেতা আলিম উদ্দিন, চতুল ইউপি ছাত্রদল সভাপতি তোফায়েল আহমদ, কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক প্রিন্স
সুহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর ছাত্রদল নেতা আব্দুর রহমান, জুয়েল আহমদ, বদরুল সহ যুবদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান দেশের যুব সমাজকে জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালনের লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। হাটি হাটি পা পা করে আজ যুবদল বাংলাদেশের যুব সমাজের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী এবং বর্তমান সরকারের সকল অপকর্মের জবাব দিতে রাজপথে যুবদল সংগ্রাম চালিয়ে যাচ্ছে। হাজার হাজার নেতাকর্মীরা নির্যাতিত ও কারাবরনের শিকার হচ্ছেন। তারপরও আগামী দিনে সরকারী বিরোধী আন্দোলনে যুবদল রাজপথে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে।( বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়