Thursday, September 28

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সিলেট-৫ আসনে আ’লীগে মনোয়ন প্রত্যাশী মুনির চৌধুরীর মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক: ঢাকা রমনা-শাহবাগ থানা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলার আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে আ’লীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী জকিগঞ্জ-কানাইঘাটের কৃতি সন্তান ফয়জুল মুনির চৌধুরী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ফয়জুল মুনির চৌধুরীর সহধর্মিনী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের অটিজম ইন্সট্রাক্টর ডাঃ মমতাজ বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আজমল হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য বাবুল আহমদ, সদস্য আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন আলাই, সহযোগী সদস্য মুমিন রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা আসাদ উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আম্বিয়া, যুবলীগ নেতা জাকির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রোমান আহমদ, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ তুহিন, পৌর ছাত্রলীগের সহ সভাপতি রহমত আলী সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সিলেট-৫ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলার ফয়জুল মুনির চৌধুরী বলেন, আমি কানাইঘাট ও জকিগঞ্জের একজন সন্তান। প্রিয় জন্মস্থানের টানে আমি বার বার আপনাদের মাঝে ছুটে আসি। ছাত্রলীগ করে আমি রাজনীতিতে এসেছি। ঢাকা-রমনা-শাহবাগ থানা আ’লীগের সাধারণ সম্পাদক ছিলাম। জনগণকে ভালোবাসি বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে সব সময় আমি গরীব দুঃখী ও মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে রাজনীতি করে যাচ্ছি। কানাইঘাট ও জকিগঞ্জ আসন থেকে প্রকৃত জনদরদী রাজনৈতিক নেতাকে আমরা সংসদ সদস্য নির্বাচিত করলে অবহেলিত এ এলাকার উন্নয়ন ও গরীব দুঃখি মেহনতি মানুষের প্রত্যাশা পূরন করা সম্ভব। আ’লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমার সংগ্রাম অব্যাহত থাকবে। উন্নয়ন এবং একটি সুন্দর পরিবেশ করতে হলে এই এলাকার সৎ ও আদর্শবান নেতার প্রয়োজন। সকলের সার্বিক সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমি কানাইঘাট ও জকিগঞ্জ এলাকায় কাজ করে যাচ্ছি। সাধ্যানুযায়ী দলীয় নেতাকর্মী ও এলাকার গরীব মেহনতি মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। দলীয় ভাবে আমাকে মনোনয়ন দেওয়া হলে কানাইঘাট জকিগঞ্জ আসন থেকে আমি নির্বাচন করব। এজন্য সাংবাদিক সহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি। কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, সব সময় সত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কলমকে সোচ্চার রাখতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কলম চালিয়ে যেতে হবে। এলাকার সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নের সংবাদ বেশি করে প্রকাশ করতে হবে। সৎ রাজনীতিবিদদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরে কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের পক্ষে সাংবাদিকদের মতের উর্ধ্বে উঠে কাজ করতে হবে। কানাইঘাট প্রেসক্লাবের নানা সমস্যার কথা সাংবাদিকরা তুলে ধরলে ফয়জুল মুনির চৌধুরী প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নের আশ^াস প্রদানের পাশাপাশি প্রেসক্লাবে একটি এলইডি টেলিভিশন ও একটি সিলিং ফ্যান প্রদান করেন। এছাড়া ফয়জুল মুনির চৌধুরী গত দু’দিন থেকে কানাইঘাট উপজেলার ৩০টি পূজা মন্ডপ পরিদর্শন অব্যাহত রেখে প্রতিটি মন্ডপে তার ব্যক্তিগত পক্ষ থেকে শাড়ী, লুঙ্গি বিতরণ করে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়