Monday, September 18

চলে গেলেন কানাইঘাটের শ্রেষ্ট শিক্ষক হেলাল উদ্দিন

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট শিক্ষক মো: হেলাল উদ্দিন অাহমদ ( ৫০) অার নেই। ( ইন্নানিল্লাহি…..রাজিউন)। অাজ সোমবার দুপুরে তিনি হৃদরোগে অাক্রান্ত হয়ে গাছবাড়ী বাজারে ইন্তেকাল করেন।জানা যায়, প্রতিদিনের মতো হেলাল উদ্দিন সকালে স্কুলে যান।স্কুলে যথারিতী ক্লাস করিয়ে জোহরের নামাজে বাজারের মসজিদে যান। নামাজ অাদায় করে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তিনি বাজারে একটি ফার্মেসীতে প্রেসার মাপেন। প্রেসার মাপা অবস্থায় তিনি ঢলে পড়েন। অার তাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্নীয় সজ্বন রেখে যান।অাগামীকাল সকাল ৯ টা ৩০ মিনিটের সময় ভাড়ারিমাটি পূর্ব ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্টিত হবে। উপজেলার গাছবাড়ীস্থ আগফৌদ নারাইনপুর(পুরাতন) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনকে গত ২৩ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ২০১৭ সালের শ্রেষ্ট শিক্ষক ঘোষণা করেন। ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ভাড়ারিমাটি গ্রামের অাব্দুল খালিক এর পুত্র হেলাল উদ্দিন ২১ বছর থেকে শিক্ষকতা পেশায় জড়িত। এর অাগেও তিনি দু’বার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়