Monday, September 18

মাওলানা জাকির হোসাইন এর এমফিল ডিগ্রি লাভ


কানাইঘাট নিউজ ডেস্ক: শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ ফুলবাড়ী আজিরিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার উপাধ্যক্ষ, বিশিষ্ট লেখক,বহু গ্রন্থ প্রনেতা মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে আরবী ভাষা ও সাহিত্য বিভাগ থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষনা অভিসন্দর্ভের শিরোনাম ছিলো :- Usage of Exceptional Arabic words and Sentences : A Syntactic Study. (ব্যতিক্রমী আরবী শব্দ ও বাক্যের ব্যবহার : একটি পর্যালোচনা)। গবেষনা বিষয়ে তাঁর তত্ত্বাবধায়ক ছিলেন উক্ত বিভাগের সিনিয়র অধ্যাপক ড.মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মোনাওর আলী। বিশ্ববিদ্যালয়ের বিগত ২৩/০৮/১৭ খ্রি: তারিখের সিন্ডিকেট সভায় তাঁর উক্ত ডিগ্রি অনুমোদন করা হয়। এছাড়া ও তিনি বিগত সনে উপজেলা থেকে শুরু করে পর্যায়ক্রমে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং জাতীয় পর্যায়ে গিয়েও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকার তিনচটি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুবকর সাহেব ও মালেকা বেগমের সুযোগ্য দ্বিতীয় পুত্র। তিনি সবার দোয়া প্রার্থী।(প্রেস বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়