Monday, September 18

কানাইঘাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা সোমবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা কমটির সদস্য জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের পরিচালনায় উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, ১৫নং ওয়ার্ডের সদস্য হাজী আলমাছ উদ্দিন, নবাগত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ খায়রুল বাশার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবুল হারিছ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নুর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, যুবলীগের আহ্বায়ক এনামুল হক, ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেন প্রমুখ। দীর্ঘদিন পর অনুষ্ঠিত উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, হাসপাতালের পানি নিষ্কাসনের ব্যবস্থা দূরীকরন, ডাক্তার, নার্স অন্যান্য শূন্য পদ পূরন এবং হাসপাতালের ইনডোর-আউটডোরের চিকিৎসা সেবার মান উন্নয়ন, ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকের সেবার পরিধি আরো বৃদ্ধি করার জন্য সভায় উপস্থিত সবাই বিভিন্ন মতামত তুলে ধরেন। সভায় উপজেলার পঙ্গু ব্যক্তিদের সনাক্ত করনের লক্ষ্যে সার্বক্ষণিক একজন ডাক্তারের ব্যবস্থা গ্রহণের দাবী জানান জনপ্রতিনিধিরা এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত মাঠ অফিসারদের আরো সক্রীয় দায়িত্ব পালনের উপর গুরুত্ব দেওয়া হয়। হাসপাতালের বিরাজমান সমস্যা নিরসনে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ও পৌর মেয়র নিজাম উদ্দিন একজন পরিচ্ছন্ন কর্মীর ভাতা পৌর ফান্ড থেকে দেওয়ার ঘোষনা দেন। হাসপাতালের চিকিৎসা সেবার উন্নয়নে জেলা পরিষদ সদস্য ইমাম উদ্দিন চৌধুরী ও আলমাছ উদ্দিন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়