Thursday, September 7

রোহিঙ্গা ইস্যুতে শুক্রবার বিএনপির মানববন্ধন

রোহিঙ্গা ইস্যুতে শুক্রবার বিএনপির মানববন্ধন

কানাইঘাট নিউজ ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্মম সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গারা আজ বাংলাদেশের নাফ নদীর পাশে আশ্রয়ের জন্য দিনাতিপাত করছে। তাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং সেখান থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকাসহ সারাদেশে একঘণ্টার মানববন্ধনের কর্মসূচি পালন করা হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই মানববন্ধন হবে।’

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ উদ্দিনের পরিচালনায় এই অনুষ্ঠানে অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়