Saturday, September 23

কানাইঘাটে প্রধান শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, স্মারকলিপি


নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট থাকার পরও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল হককে অন্যত্র বদলীর ঘটনায় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। প্রধান শিক্ষকের বদলী প্রত্যাহারের দাবীতে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা শনিবার বিকেল ৪টায় স্কুল প্রাঙ্গনে মানববন্ধন পরবর্তী মৌনমিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবের স্মারকলিপি প্রদান করেন। গত ১৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক কর্তৃক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল হককে সুনামগঞ্জ জেলার তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে বদলীর পত্র প্রেরণ করেন। স্কুলে দীর্ঘদিন ধরে ২৭ জন শিক্ষকের স্থলে বর্তমানে প্রধান শিক্ষক সহ ৯ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এরই মধ্যে প্রধান শিক্ষক মইনুল হককে অন্যত্র বদলীর সংবাদ পেয়ে স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  শনিবার স্কুলের প্রাক্তন ও বর্তমানে অধ্যয়নরত প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী স্কুলের সুষ্ঠু পাঠদান অব্যাহত রাখতে প্রধান শিক্ষক মঈনুল হকের অন্যত্র বদলী প্রত্যাহারের জন্য প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে প্রেরণ করেন। এছাড়া ই-মেইলের মাধ্যমে উক্ত স্মারকলিপির কপি শিক্ষার্থীরা মহাপরিচালক বরাবরে পাঠিয়েছেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষক সংকট রয়েছে। বর্তমানে প্রধান শিক্ষক মইনুল হক সহ মাত্র ৯ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এরমধ্যে প্রধান শিক্ষককে অন্যত্র বদলী করা হলে শিক্ষকদের সংখ্যা ৮ জনে নেমে আসবে। যার ফলে স্কুলের সুষ্ঠু পাঠদান চরমভাবে ব্যাহত হবে। শিক্ষক সংকট থাকার পরও প্রধান শিক্ষক মইনুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি বছর শিক্ষার্থীরা জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল করে আসছেন। তার অন্যত্র বদলী স্কুলের সুষ্ঠু পাঠদানের স্বার্থে প্রত্যাহারের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালকের সু-দৃষ্টি কামনা করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়