Wednesday, August 9

৬ লাখ সৌদি রিয়ালসহ শাহজালালে যাত্রী আটক

৬ লাখ সৌদি রিয়ালসহ শাহজালালে যাত্রী আটক

কানাইঘাট নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ। আটক যাত্রীর নাম তৌফিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। তিনি সিঙ্গাপুর যাচ্ছিলেন।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার ওমর মবিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে শাহজালাল ত্যাগ করার কথা ছিল তৌফিকুল ইসলামের।

কিন্তু কাস্টমস বিমানবন্দর ইউনিটের কাছে গোপন সংবাদ থাকায় বহির্গমনের ৩ নম্বর স্ক্যানিং থেকে তাকে আটক করা হয়। সেখান থেকে তাকে কাস্টমস হলে নিয়ে তার ব্যাগ তল্লাশি করে ৬ লাখ সৌদি রিয়াল জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, তৌফিকুল ইসলাম চলতি বছরে ৬ বার সিঙ্গাপুরে যাতায়াত করেছেন। ধারণা করা হচ্ছে তিনি মুদ্রা পাচারের সঙ্গে জড়িত।
তার বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মামলা দায়ের করা হবে।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়